আমাদের লক্ষ্য

'বি-স্ক্যান' একটি সেচ্ছাসেবী সংগঠন। এর মূল লক্ষ্য প্রতিবন্ধীদের মৌলিক মানবিক অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং একই সঙ্গে প্রতিবন্ধীদেরও এই অধিকার সম্পর্কে সচেতন করে তোলা।

বাংলাদেশের মোট জনসংখ্যার ১০ ভাগ, অর্থাৎ প্রায় দেড় কোটি মানুষ নানাভাবে প্রতিবন্ধকতার শিকার; ১৯৮৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) এই জরীপের পর অবশ্য কোনো জরীপ হয়নি। বিভিন্ন দেশে এই সংখ্যা কিছু কম বা বেশি। এদেশে অবহেলিত এই মানুষগুলোর শতকরা ৮০ ভাগই বাস করে দারিদ্রসীমার নীচে। আর এ কারণেই তাদের অধিকারগুলো রক্ষার বিষয়ে তেমন জোরালো কোনো ভূমিকা নেই।

কারা এই প্রতিবন্ধী?

জন্মগত বা মানসিক বা অসুস্থতার কারণে দৈনন্দিন কাজকর্ম করতে শারীরিক বা মানসিকভাবে যারা বাধাগ্রস্থ হয় বা একেবারেই পারে না, তারাই প্রতিবন্ধী।

অবশ্য প্রতিবন্ধকতার অনেক রকম সঙ্গা রয়েছে; প্রতিবন্ধকতার ভিন্নতাও অনেক।

পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশেও তাদের মৌলিক অধিকার পূরণে সহায়ক পরিবেশ গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি।

আমাদের লক্ষ্য, এদেশে সব প্রতিবন্ধী মানুষের জন্য আগামী এক দশকে গণজাগরণ সৃষ্টি করে প্রতিবন্ধীদের জন্য মানবিক সমাজ গঠনে কার্যকর উদ্যোগী ভূমিকা রাখা। এ জন্য সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় যেসব পরিবর্তন প্রয়োজন, সেদিকে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা।

আমরা যা দেখতে চাইঃ

প্রতিবন্ধী মানুষের জন্য একটি সুন্দর মানবিক সমাজ ব্যবস্থা গড়ে উঠুক।

আমরা যা করতে চাইঃ

প্রধানত তিনটি কাজের মাধ্যমে সকল প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন করতে চাই।

সচেতনতা সৃষ্টি,

অধিকার সম্পর্কে পরিস্কার ধারণা গড়ে তোলা

এবং

প্রতিবন্ধী মানুষের স্বার্থ রক্ষা

যেভাবে করতে চাইঃ

মূলত: চারটি বিষয় প্রতিবন্ধী মানুষের সামাজিক মর্যাদা বাড়াতে প্রধান ভূমিকা রাখবে বলে মনে করছি।

শিক্ষা,
কর্মসংস্থান,
সহায়ক যাতায়াত,
এবং
সর্বত্র প্রবেশের সুবিধা

1 মন্তব্য(সমূহ):

Biplob Rahman said...

Choluk! (Y)

Post a Comment

 
Design by Oronno Anam | Bloggerized by Salma Mahbub