একীভূত শিক্ষার জন্য জনসচেতনতা তৈরীর উদ্যোগ

যে জীবন এতদিন এদেশের প্রতিবন্ধী মানুষেরা কাটিয়ে এসেছেন আমরা জন সচেতনতার মাধ্যমে তার পরিবর্তন আনতে চাই । কারণ আমরা মনে করি সমাজের ব্যক্তির আচরণই আমাদের প্রথম প্রতিবন্ধকতা, যা না থাকলে আমরা আজ এভাবে পিছিয়ে থাকতাম না। বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১১ থেকে শুরু হয়েছে আমাদের প্রতিবন্ধী শিশুদের সাধারণ শিক্ষায় একীভূত করণের বি-স্ক্যান ক্যাম্পেইন।

  

সরকারের মহাপরিকল্পনা ২০১৫ সালের মাঝে প্রতিবন্ধী শিশুসহ সকল শিশুকে শিক্ষার আওতায় আনার কথা মাথায় রেখে আমরা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক প্রচারণা কাজ হাতে নিয়েছি। এই পর্যায়  আমরা গিয়েছিলাম নিউ ইস্কাটন রোডে অবস্থিত ইউনিভার্সাল টিউটোরিয়াল স্কুলে। অনুষ্ঠানে মৃদু থেকে মাঝারী মাত্রার প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষায় অন্তর্ভূক্তিতে করণীয় পদক্ষেপের উপর একটি প্রেজেন্টেশেন করা হয়


প্রেজেন্টেশেনে মূলত যা তুলে ধরা হয়ঃ 
প্রতিবন্ধী মানুষ কারা?
কিভাবে জাতিসংঘ সনদসহ বাংলাদেশ সরকার তাদের অধিকারকে প্রতিষ্ঠার কথা বলেছেন,তাদের জন্য সহায়ক ব্যবস্থাগুলো কি?
কিভাবে স্কুলগুলো প্রতিবন্ধী শিশুদের ভর্তির ব্যাপারে উদ্যোগী হতে পারে?
অভিভাবকগণকে কিভাবে সচেতন করে তোলা যায়?
যাতায়াতের বিকল্প ব্যবস্থা কি হতে পারে,ইত্যাদিএছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রয়াসকে শিক্ষক,অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা। 


উদাহরণ হিসেবে আরো বলা হয়  তাসনিন সুলতানার চিটাগং রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের কথা। ক্লাস সেভেন থেকে প্রতিবছর স্কুলটি ক্লাসগুলো উপর তলা থেকে নীচতলায় নামিয়ে আনছেন। কারণ মাস্কুলার ডিস্ট্রফীর কারণের তাসনিনের পক্ষে সিড়ি বেয়ে উঠা নামা করা সম্ভব নয়। প্রতিটি স্কুল যদি আজ এই প্রতিষ্ঠানটির মত সহযোগিতার হাত বাড়িয়ে দিত তাহলে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার হার অনেক বেড়ে যেত।



ইউনিভার্সাল টিউটোরিয়াল এর প্রধান শিক্ষকসহ সকলেই বিষয়টি বেশ গুরুত্বের সাথে নেন এবং বি-স্ক্যান এর উদ্যোগটিকে স্বাগত জানান বর্তমানে এই স্কুলে একজন  শ্রবণ প্রতিবন্ধী শিশু পড়ছেন এবং তাঁরা আরো প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে আগ্রহী
___________________________________________

In English


Campaign for Inclusive Education

We want to make a change through raising awareness among mass people about the way people with disabilities are living their lives in this country. We think attitude is the main barrier for us. Otherwise we wouldn’t have fall behind in most of the  sectors miserably.

Considering the program of the govt to include all children in education by the year 2015, we have taken a step to raise awareness in different schools, colleges and universities. On Thursday, 21 April, 2011, we went to Universal Tutorial school at New Eskaton for advocacy on this regard. We did a presentation on "Inclusive education of the children with mild to moderate disabilities". Actually, we briefed them about the people with disabilities. Our briefing covered the following salient points:

1. How the UN Convention and also Bangladesh Govt is trying to establish the rights of them?
2. What are the supportive system for them?
3. What is Universal Accessibility?
4. How could the school authority take some initiative to bring them to education?
5. What could be a possible alternative transportation etc
Besides these we tried show among the parents, teachers and students how are individuals with disabilities are trying to study in different part of the Bangladesh.

For an example, we told them about Chittagong Residential Model School and College. They are the shifting the classes from upstairs to downstairs for Tasnin Sultana last two years, as she is a person with muscular dystrophy, unable
to climb  the stairs. She is now in class IX. If every school would have shown the support like them a lot of Tasnin could have accessibility to education.

Everybody of the Universal Tutorial took the matter seriously, including the Principal and praised the initiative taken by the B-SCAN. A child with hearing impairment is already reading in that school and they are eager to take more children with mild to moderate disabilities.

Written by Salma Mahbub

2 মন্তব্য(সমূহ):

Anonymous said...

আমরা সবাই এর জন্য সম্মিলিত ভাবে চাঁদা কালেক্ট করতে পারি।

B-SCAN said...

ধন্যবাদ, আগে দেখি আমরা অন্য কি ব্যবস্থা করতে পারি।

Post a Comment

 
Design by Oronno Anam | Bloggerized by Salma Mahbub