আগামী আদমশুমারীতে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা নিরুপণ

আগামী ১৫ মার্চ থেকে আদমশুমারী শুরু হতে যাচ্ছে। খুবই প্রশংসনীয় উদ্যোগ যে এবার সরকার প্রতিবন্ধীদের সংখ্যা জানার জন্য প্রশ্ন রাখার ব্যবস্থা করছেন। কিন্তু প্রকৃত সংখ্যা বের করে আনার জন্য সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন, সেই অনুযায়ী ফর্মে সংশোধনী আনা দরকার এবং সেটা আগামী ৫ মার্চ ২০১১ গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু করার আগেই। এদেশের বেশীরভাগ মানুষ তার প্রতিবন্ধী সন্তানটিকে লুকিয়ে রাখতে চান। তাই সবাই যেন সতস্ফুর্তভাবে এতে অংশগ্রহণ করেন তার জন্য ব্যাপকভাবে প্রচারণা দরকার রেডিও, টিভি ও সংবাদপত্রে।

কি ব্যবস্থা হবে ছিন্নমূল মানুষদের ঘরে থাকা প্রতিবন্ধীদের? তাঁরা কি করে নির্ধারণ করবেন একজন বুদ্ধি প্রতিবন্ধী বা অটিস্টিক বা সেলিব্রাল পালসি?


এই আদমশুমারী সফল হওয়া অত্যন্ত জরুরী প্রতিবন্ধী মানুষের প্রেক্ষাপট থেকে, কারণ এর উপর ভিত্তি করে তৈরী হবে আগামীদিনের অবকাঠামো, শিক্ষা ব্যবস্থা, স্পেশাল স্কুল, যাতায়াত ব্যবস্থা, প্রশিক্ষণ কেন্দ্র, পূনর্বাসন কেন্দ্র, রিসার্চ সেন্টার ইত্যাদি।

কি করে এই আদমশুমারী সফল করা যায় আপনার মুল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুণ?

আদমশুমারির প্রশ্নপত্রেই প্রতিবন্ধীর সংজ্ঞায় ভুল!

Questions on disability included in 2011 census

5th population census begins March 15





0 মন্তব্য(সমূহ):

Post a Comment

 
Design by Oronno Anam | Bloggerized by Salma Mahbub