নোমান খানকে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সম্বর্ধনা

র‍্যামন ম্যাগসাসে পুরস্কার প্রাপ্ত এম নোমান খান কে গতকাল ১২ আগস্ট, ২০১০ জাতীয় প্রতিবন্ধী ফোরামের পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হয়। শ্রাবনের সন্ধ্যায় এই আয়োজনটি করা হয় এলজিইডি ভবনে। প্রতিবন্ধী মানুষের উন্নয়নে কর্মরত  বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে বক্তব্য রাখেন।


বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, জাতীয় প্রতিবন্ধী ফোরামের প্রেসিডেন্ট জহুরুল হক মামুন, ডিসেবিলিটি রাইটস ওয়াচগ্রুপের আহ্বায়ক কাজী রোজী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের  উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ও যাঁর জন্য এই আয়োজন এম নোমান খান এবং তাঁর সহধর্মীনি।

সুইড বাংলাদেশ, সিডিডি, এসএআরপিভিসহ আরো বহু সংগঠনের প্রধান ও প্রতিনিধিরা শুভেচ্ছা জানান।

লেখকঃ সালমা মাহবুব, ১১ আগস্ট, ২০১০।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

 
Design by Oronno Anam | Bloggerized by Salma Mahbub