যাদুঘরের প্রতিষ্ঠা বার্ষিকী ও বি-স্ক্যান

জাতীয় যাদুঘরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, গত ৭ আগস্ট, ২০১০, এবারই প্রথম প্রতিবন্ধীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাদুঘরের পক্ষ থেকে বি-স্ক্যানসহ আরো কয়েকটি সংগঠনকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। আমাদের সংগঠন অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন তানজিনা এশা ও নিগার সুলতানা সুমি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ মন্ত্রী জনাব, আবুল কালাম আজাদ, যাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব, আজিজুর রহমান ও যাদুঘরের মহাপরিচালক জনাব, প্রকাশ চন্দ্র দাস।



বি-স্ক্যান ছাড়াও অনুষ্ঠানে সোয়াত, ক্রিয়েটিভ ওয়ার্ল্ড অব অটিস্টিক চাইল্ড অংশ নেয়। নাচে গানে মুখর এই সন্ধ্যাটি সবাই উপভোগ করেন। এই উপলক্ষ্যে বি-স্ক্যান এর বেশ কিছু সদস্য একত্রিত হন। তারা হলেন,আমাদের প্রধান উপদেষ্টা প্রোফেসার শুভাগত চৌধুরী, মেজর, জহিরুল ইসলাম, ফারজানা সুলতানা, নাফিজ ইসলাম, মাহমুদুল হাসান রুবেল, নাসিম চৌধুরী, জাহীদুল ইসলাম, নিগার সুলতানা সুমি, তানজিনা এশা, জোর্জিনা, স্বপ্না ফ্রান্সিস, রফিকুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোহিত, মুক্তারা বেগম, ইথার, রাজিন ও সালমা মাহবুব।

- সালমা মাহবুব, ১১ আগস্ট, ২০১০।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

 
Design by Oronno Anam | Bloggerized by Salma Mahbub