আকমল হোসেনের ডান চোখের অপারেশেন হয়ে গিয়েছে (২৭ জানুয়ারি, ২০১১) এবং তিনি ভাল দেখতে পাচ্ছেন। গত মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১১ তাঁর বাম চোখে অপারেশেন করা হয়েছে। আমরা আশা করছি তাঁর এই চোখটিও ঠিক হয়ে যাবে। এখানে বলা দরকার যে আকমল হোসেন তিন ফিট দূরের জিনিসও ঠিক মত দেখতে পেতেন না। ছোট্ট একটি অপারেশেনের প্রয়োজন ছিল দুই বছর আগেই কিন্তু টাকার অভাবে তা করা সম্ভব হয় নি। আকমল হোসেনের ঘরে একজন শারীরিক প্রতিবন্ধী শিশুও রয়েছে।
আকমল হোসেন সুস্থ হয়ে উঠুন এখন সেটাই আমাদের কাম্য।
আকমল হোসেন সুস্থ হয়ে উঠুন এখন সেটাই আমাদের কাম্য।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment