আল আমিনের বাবার চোখ অপারেশেন করা হয়েছে

আল আমিনের বাবা,আকমল হোসেনকে ইসলামিয়া চক্ষু হাসপাতালে দেখানোর পর ডাক্তার বলেছেন,যত দ্রুত সম্ভব অপারেশেন করাতে কারণ চোখের যথেষ্ট ক্ষতি ইতিমধ্যে করে ফেলেছেন। ছোট্ট একটি অপারেশেনের প্রয়োজন ছিল যা

  আরো ২/৩ বছর আগেই করানোর কথা। যাই হোক, এখনো যদি করা হয় তাহলেও তিনি ১০০% না হলেও চশমা ছাড়াই ভাল দেখতে পাবেন,দিনের আলোয় বাইরে যেতে কোন অসুবিধা হবে না। বর্তমানে আকমল হোসেন ৩'ফিট দুরত্বের বেশী দেখতে পান না।

যাই হোক, ২৭ জানুয়ারী, ২০১১ সকাল সাড়ে ৯ টায় আকমল হোসেনের অপারেশেন হয়ে গেছে। আপাতত ডান চোখ করা হয়েছে পরে অন্য চোখ করা হবে। দুই দিন হাসপাতালে থাকার পর রুগী বাড়ী চলে গেছেন আগামী শনিবার পরবর্তী চেকআপ এ পর চোখের অবস্থা জানা যাবে।
তাঁর পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।

আমরা সবাই আকমল হোসেনের সুস্থতা কামনা করছি।

1 মন্তব্য(সমূহ):

Anonymous said...

অল দি বেস্ট

Post a Comment

 
Design by Oronno Anam | Bloggerized by Salma Mahbub