আল আমিনের বাবা,আকমল হোসেনকে ইসলামিয়া চক্ষু হাসপাতালে দেখানোর পর ডাক্তার বলেছেন,যত দ্রুত সম্ভব অপারেশেন করাতে কারণ চোখের যথেষ্ট ক্ষতি ইতিমধ্যে করে ফেলেছেন। ছোট্ট একটি অপারেশেনের প্রয়োজন ছিল যা
আরো ২/৩ বছর আগেই করানোর কথা। যাই হোক, এখনো যদি করা হয় তাহলেও তিনি ১০০% না হলেও চশমা ছাড়াই ভাল দেখতে পাবেন,দিনের আলোয় বাইরে যেতে কোন অসুবিধা হবে না। বর্তমানে আকমল হোসেন ৩'ফিট দুরত্বের বেশী দেখতে পান না।
যাই হোক, ২৭ জানুয়ারী, ২০১১ সকাল সাড়ে ৯ টায় আকমল হোসেনের অপারেশেন হয়ে গেছে। আপাতত ডান চোখ করা হয়েছে পরে অন্য চোখ করা হবে। দুই দিন হাসপাতালে থাকার পর রুগী বাড়ী চলে গেছেন আগামী শনিবার পরবর্তী চেকআপ এ পর চোখের অবস্থা জানা যাবে। তাঁর পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।
আমরা সবাই আকমল হোসেনের সুস্থতা কামনা করছি।
1 মন্তব্য(সমূহ):
অল দি বেস্ট
Post a Comment