একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাবরিনার ব্লগ মনোনীত

জার্মান সরকারি গণমাধ্যম আয়োজিত ববস (BOBS - Best of Blogs) একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা যেখানে বিশ্বের বিভিন্ন ভাষার সেরা ব্লগগুলোকে বাছাই করা হয়। ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গিয়েছেন এই প্রতিযোগিতায় বেস্ট ব্লগ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন  সাবরিনা সুলতানা। আমাদের জন্য এটা অত্যন্ত আনন্দের সংবাদ। কিন্তু সাবরিনাকে বিজয়ের মুকুট পড়াতে আমাদের অনেক অনেক ভোটের প্রয়োজন। ভোট দেবার শেষ সময় ১০ এপ্রিল।

এই প্রতিযোগিতায় কি করে ভোট দিবেন বুঝিয়ে বলছি।

একটি ফেসবুক অথবা টুইটার একাউন্ট যে কোনো একটি থাকলেই আপনি ভোট দিতে পারবেন। আবার উভয় একাউন্ট থেকেই ভোট দেয়া যাবে।




*প্রথমে এই লিংকটি ক্লিক করুন:
http://thebobs.dw-world.de/

* তারপর আপনার ফেসবুক একাউন্ট দিয়ে লগইন করুন:
হাতের ডানে লগইনের জন্য ফেসবুক আইকনটি দেয়া আছে তাতে ক্লিক করলে আলাদা উইন্ডো আসবে,সেখানে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।


* এবার IN THE CATEGORY তে BEST BLOG বিভাগটি সিলেক্ট করুন। সিলেক্ট করার জন্য ড্রপডাউন মেনুতে ক্লিক করুন।

* সিলেক্ট করার পর পাশেই I VOTE FOR এর ড্রপডাউন মেনুতে Sabrina’s blog সিলেক্ট করুন। এরপর Vote বাটনে ক্লিক করুণ।

আপনি ২৪ ঘন্টায় প্রতিটি ক্যাটাগরিতে একবার ভোট দিতে পারবেন। চলুন আমরা সাবরিনার স্বপ্নপূরণে তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করি। সাবরিনার জয় মানে প্রতিবন্ধী মানুষের জয়।

- সালমা মাহবুব

2 মন্তব্য(সমূহ):

রুপালি গিটার said...

আমরা পেরেছি, আমাদের যুদ্ধে জয়ী হতে। আমার বিবেকের কাছে আমি এখন কিছুটা হলেও হালকা অনুভব করছি। জয় হোক মানুষের।

B-SCAN said...

অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।

Post a Comment

 
Design by Oronno Anam | Bloggerized by Salma Mahbub