বাংলাদেশে চলছে বিশ্বকাপ উন্মাদনা। জায়গায় জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা আর ঢাকাকে সাজানো হয়েছে যেন নববধুর রূপে। পরিবর্তন হয়েছে ক্রিকেটের আসল মঞ্চ স্টেডিয়ামগুলোতে। নতুন করে গড়ে তোলা হয়েছে অনেক কিছু সেখানে। এবার মিরপুর স্টেডিয়ামে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে নর্থ ক্লাবহাউস গ্যালারিতে। গতকাল ৭ মার্চ বি-স্ক্যানের প্রতিনিধি দল গিয়েছিলেন সেই ব্যবস্থা দেখতে।
ভেন্যু এ্যাডমিনিস্ট্রেটর কর্নেল (অবঃ) আব্দুল কালাম মোহাম্মদ জাকি ঘুরিয়ে দেখান, কিন্তু দুঃখের বিষয় খেলা চলাকালীন সময় ছাড়া গ্যালারীগুলো খোলা না থাকায় একদম কাছে গিয়ে দেখা সম্ভব হয়নি যে, ব্যবস্থাটিতে কোন সমস্যা আছে কিনা। জাকি সাহেব বললেন, বিশেষ গ্যালারিতে একসাথে কমপক্ষে ২৫ জন হুইলচেয়ার ব্যবহারকারীর খেলা দেখার সুব্যবস্থা রয়েছে। চেয়ারের বদলে সেখানে কার্পেট বিছানো প্ল্যাটফর্ম রাখা হয়েছে যাতে হুইলচেয়ার নিয়ে বসতে কোন অসুবিধা না হয়। ঐ জায়গা পর্যন্ত যেতে দীর্ঘ র্যাম্পের ও টয়লেটের সুব্যবস্থাও রয়েছে। কিন্তু কথা হলো এই বিষয়টি কয়জন জানেন? বিশেষ করে হুইলচেয়ার ব্যবহারকারীদের অবগতির জন্য এই বিষয়টি নিয়ে একটা রিপোর্টিং এর প্রয়োজন ছিল। বাংলাদেশের বেশিরভাগ জায়গাই যেখানে হুইলচেয়ার বান্ধব নয়, সেখানে এই ব্যবস্থা প্রশংসা ও প্রচারের দাবী রাখে।
লেখাটি পরিবর্তন করতে কর্তৃপক্ষের খুব বেশি আর্থিক খরচ হবে না। তাই বাংলাদেশী সিস্টেমস চেঞ্জ এ্যাডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান)-এর পক্ষ থেকে সাইনবোর্ডের লেখাটি পরিবর্তন করে “Spectators with Disabilities” করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment