
এই প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্বকাপ ক্রিকেট ২০১১। এ উপলক্ষ্যে আমাদের স্টেডিয়ামগুলোকে নতুনভাবে গড়ে তোলা হয়েছে আইসিসির নিতিমালা অনুযায়ী। একটি ইন্টারন্যাশনাল ভেন্যুতে যে আন্তর্জাতিক মানের ব্যবস্থা থাকা প্রয়োজন তার সব কিছু দিয়েই ঢেলে সাজানোর কথা ঢাকা মিরপুর স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেই সাথে আমাদের দেশে এবারই প্রথমবারের মতোন এতো বড় একটি আয়োজনে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্যে আলাদা করে বসার জায়গা এবং টয়লেটের সুব্যবস্থা রাখার কথা হয়েছে । নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্দ্যোগ বিধায় উল্লেখ্য ব্যাবস্থা অবলোকনের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অধিকার ও উন্নয়ন নিশ্চিত করনে স্বেচ্ছাশ্রমধর্মী সংগঠন বাংলাদেশী সিস্টেমস চেঞ্জ এ্যাডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান) এর পক্ষ থেকে আমাদের একটি প্রতিনিধি দল গত ৭ মার্চ’২০১১...