একজন প্রতিবন্ধী ব্যক্তিকে বি-স্ক্যান এর পক্ষ থেকে এবারই প্রথম সুদমুক্ত
ক্ষুদ্র ঋণ দেয়া হলো। প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনেকেই আছেন যাঁদের অবস্থা এতো
খারাপ নয় যে তারা আর্থিক সহযোগিতা নেবেন, কিন্তু কিছু টাকা সুদমুক্ত ঋণ পেলে তারা
একটা শুরু কিছু করতে পারেন। সাভারের মৃদু বাক প্রতিবন্ধী এ এম রিয়াদ তাঁদেরই একজন
যিনি মাশরুমের ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন এবং তার মাশরুম চাষের
প্রতি রয়েছে অদম্য আগ্রহ। এমনিতে সে সাভারের সিআরপি (সেন্টার ফর দ্যা
রিহেবিলিটেশেন ফর দ্যা প্যারালাইজড) ও তার আশেপাশের এলাকায় মাশরুম সরবরাহ করে
থাকেন। পাইকারী দামে মাশরুম কিনে কিছু লাভে বিক্রি করেন। মাশরুম চাষের ট্রেনিংও
নিয়েছেন এবং এডব্লিউডিপি (এসোসিয়েশেন অর দ্যা ওয়েলফেয়ার ফর দ্যা ডিজেবেল্ড পিপল) থেকে
একটি ক্ষুদ্র ঋণ নিয়ে পার্টনারশিপে ব্যবসা শুরু করেন। পরবর্তীতে তাঁর ব্যবসা
সম্প্রসারনের জন্য মূলধনের অভাব হলে তিনি বি-স্ক্যান এর কাছে আবেদন জানালে বিষয়টি
গুরুত্বের সাথে নেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন বি-স্ক্যান সদস্য আমাদের ঋণটি দিতে সহযোগিতা করেছেন।
1 মন্তব্য(সমূহ):
রিয়াদের জন্য শুভকামনা।
সুমিমা ইয়াসমিন
Post a Comment