শফিউল ইসলাম, জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী, পরে ধীরে ধীরে চলন ও বাক প্রতিবন্ধিতা দেখা দেয় তার মাঝে। প্রথমে জাতীয় প্রতিবন্ধী ফোরামের মোশারফ সাহেব, পরে তার মাধ্যমে নীলফামারী জেলার 'রঙপুর সামাজিক উন্নয়ন সংস্থা (RDSS)' কাছে থেকে আমরা ছেলেটির কথা জানতে পারি। ছেলেটির পরিবার খুবই গরীব, বাবা দিনমুজুরী করে সংসার চালান, নিজেদের থাকার কোন জায়গাও নেই। শফিউলের চলাচলের জন্য একটি হুইলচেয়ার ভীষণ প্রয়োজন যা কেনার সাধ্য তার পরিবারের নেই। রোটারি ক্লাব অব ঢাকা সেন্টালের সাথে যোগাযোগ করা হলে ১৬ এপ্রিল, ২০১১ তাঁরা আমাদের একটি হুইলচেয়ার কেনার জন্য অর্থ প্রদান করেন। আমরা চেয়ারটি কিনে এস এ পরিবহনের মাধ্যমে RDSS এর কাছে পাঠিয়ে দেই, তাঁরা গত ২৩ মে, ২০১১ তারিখে চেয়ারটি শফিউলের পরিবারের হাতে হস্তান্তর করেন। শফিউলের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment