সুপ্রিয় পাঠক, আপনাদের কি মনে আছে অসম্ভব মনের জোরের অধিকারী পটুয়াখালী শহরের গলাচিপা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সেই মেধাবী ছাত্রী ফাল্গুনী সাহার কথা!? "আসুন বাড়িয়ে দেই সহযোগীতার স্পর্শ" শিরোনামে পোষ্ট দিয়ে সাহায্য চেয়েছিলাম তার পড়ালেখার খরচ চেয়ে। আজ অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি, বি-স্ক্যানের আর্থিক সহযোগীতায় অধ্যায়নরত ফাল্গুনী সাহা মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে।
বি-স্ক্যান এর পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি যারা সে সময় সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাঁদের প্রতি-
কানাডায় অবস্থিত টোরেন্টোর বাংলাদেশী এসোসিয়েশেনের জনাব হাসান মাহমুদ।
এবং নাম প্রকাশে অনিচ্ছুক বি-স্ক্যান সদস্য।
আমরা অত্যন্ত গর্বিত বোধ করছি ফাল্গুনির জন্যে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment