
শারীরিক প্রতিবন্ধী একজন শিক্ষার্থীর শিক্ষা উপযোগী পরিবেশ গড়ে তোলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামে অবস্থিত" চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজ"।
দূরারোগ্য "মাসকুলার ডিসট্রফি"তে আক্রান্ত বর্তমানে অষ্টম শ্রেণীর ছাত্রী তাসনিন সুলতানার পক্ষে স্কুলের সিঁড়ি বেয়ে দোতলায় ওঠা সত্যিই অসম্ভব হয়ে পড়েছিল গত বছর । শিক্ষাঙ্গনের মহানুভব অধ্যক্ষ তাসনিনের শিক্ষাজীবন মসৃণ রাখতে প্রথমে ২০০৯ এর শুরুতে সপ্তম শ্রেণীকক্ষটি দোতলা থেকে নিচতলায় টয়লেট সংলগ্ন একটি শ্রেণীকক্ষে নামিয়ে আনেন । পরে আবারো তিনি এ বছর শুধুমাত্র তাসনিনের কথা চিন্তা করেই অষ্টম শ্রেণীকক্ষটিও নিচতলায় নামিয়ে এনেছেন । গত ১৩ই জানুয়ারী' ২০১০ তারিখে "তাসনীনের শ্রেণীকক্ষ" শিরোনামে কালের কন্ঠে এ সংক্রান্ত একটি সংবাদ ছাপা হয়েছিলো ।
আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন বি-স্ক্যান'র পক্ষ থেকে এই প্রশংশনীয়...