বুধবার, ২৭ এপ্রিল ২০১১, প্রতিবন্ধী ব্যক্তির জন্য প্রবেশগম্য অবকাঠামো - নীতি ও প্রকারসমূহ (Accessible Infrastructure for Persons with Disabilities – Issues and Options) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রবেশগম্যতার উপর বুয়েটের সহকারী অধ্যাপক জনাব, এস এম নাজমুল ইমাম ও লেকচারার মাতলুবা খান মুল প্রবন্ধ পাঠ করেন।
প্রবন্ধে যে বিষয়গুলো উঠে এসেছে -
*২০০৮ সালের ইমারত নির্মান বিধিমালা অনুযায়ী সার্বজনীন প্রবেশগম্যতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। যেমন – একজন হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য র্যাম্প কি মাপের হওয়া উচিত। টয়লেটে কি পরিমান জায়গা ও কি কি সুবিধা থাকা দরকার, করিডোরে কি পরিমান জায়গা থাকা দরকার ইত্যাদি। একইভাবে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির জন্য কি কি ব্যবস্থা থাকা দরকার। যেমন – লিফটে ব্রেইল বাটন, অডিওর সাহায্যে...