Wheelchair Distribution

On Saturday, 27 November,2010 in a simple program Bangladeshi Systems Change Advocacy Network (B-SCAN) distributed wheelchairs to two persons with disability by the financial support of  Rotary Club of  Dhaka Central. Dhaka Central’s president Lt.Gen (rtd) Harun Ar Rashid and the First Lady Mrs. Harun Ar Rashid was the chief guest of the program. As it was the Women’s Day of the club so maximum female member was present on that occasion. Including Rotarian Commodore (rtd) Ataur Rahman , Rotarian  M. Quasim and Lt. Gen (rtd)  Masud Ali khan there were other Rotarians.   Whom the two wheelchairs  were presented, one of them named Zorgina Begum, her Father was Late Mr. Abdul Aziz...

আমরা করব জয়...

বাংলাদেশের মোট জনসংখ্যার পাঁচ শতাংশ প্রতিবন্ধী নারী। এ হিসাব মতে, প্রতিবন্ধী নারীর সংখ্যা পঁচাত্তর লাখের বেশি। তাদের মধ্যে ৯৫ শতাংশ প্রতিবন্ধী নারী শারীরিক বা মানসিক অথবা উভয় নির্যাতনের শিকার হয়। বাংলাদেশের সংবিধানের ২৭ এবং ২৮ ধারায় বাংলাদেশের সব জনগোষ্ঠীকে সমান হিসেবে দেখানো হলেও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পঙ্গু হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ জাতীয় সব উন্নয়ন নীতি ও পরিকল্পনায় প্রতিটি প্রতিবন্ধী নারীরও রয়েছে অধিকার। তাই প্রতিবন্ধী নারীকে কৃপা, অনুকম্পা নয়; তাদের সুযোগ ও অধিকার আদায়ের পথটি করে দিতে হবে আমাদেরই। লিখেছেন রীতা ভৌমিক আশরাফুন নাহার মিষ্টি লাভলী খাতুন সমন্বয়কারী, প্রতিবন্ধী নারী উন্নয়ন শাখা বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি   একটি দুর্ঘটনা বদলে দিয়েছে আশরাফুন নাহার মিষ্টির জীবনধারা। ভাগ্যকে দায়ী করে থেমে থাকেননি তিনি। অত্যন্ত পরিশ্রম,...

Distribution of Two Sewing Machines

On Saturday, 21 November, 2010 with the financial help of Rotary Club of Dhaka Central Bangladeshi Systems Change Advocacy Network (B-SCAN) has distributed two sewing machines to the families of two disabled persons through a simple program at Panthapath, Dhaka. Those Sewing Machines were given to Khairunnesa, mother of a seven years old boy of intellectual disability named Hussain Mia and Ruby, mother of Sunia, thirteen years of age who has physically disability. They are both from the same village Pashchim Gao of Demra. The members of B-SCAN hope that these Machines will help Hussain and Sunia’sfamily to improve their economic condition. Sewing Machines were given by Roterian A.Q.Khan as Zakat. In the program...

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বি-স্ক্যান এর প্রথম সেমিনার

গত ২ নভেম্বর, ২০১০ তথ্যপ্রযুক্তিতে প্রতিবন্ধী মানুষের সম্পৃক্তকরণঃ প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনারটির উদ্যোক্তা ছিলেন বাংলাদেশী সিস্টেমস চেঞ্জ এ্যাডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান)। বাংলাদেশ কম্পিউটার সমিতি আয়োজিত বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্টিত এই সেমিনারে সার্বিক তত্তাবধানে ছিলেন ব্লগারস ফোরাম। দুটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশেনের প্রথমটিতে বি-স্ক্যান এর শুরু ও কার্যক্রম তুলে ধরা হয় এবং অপরটিতে দেখানোর চেষ্টা করা হয় কিভাবে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে জনশক্তিতে রুপান্তরিত করা যায়। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ এর ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক এবং বি-স্ক্যান এর যুগ্ন সচিব সৈয়দা ফারজানা সুলতানা তাঁর চমৎকার উপস্থাপনায় ‘তথ্যপ্রযুক্তিতে প্রতিবন্ধী মানুষের সম্পৃক্তকরণঃ প্রেক্ষিত বাংলাদেশ’ মুল তথ্য উপস্থাপনসহ...

প্রেস বিজ্ঞপ্তি ০২/১১/২০১০

গত ২ নভেম্বর ২০১০ বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশী সিস্টেমস চেঞ্জ এ্যাডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান) এর উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি ও ব্লগার্স ফোরাম এর সহযোগিতায় তথ্যপ্রযুক্তিতে প্রতিবন্ধী মানুষের সম্পৃত্তকরণ: প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি জনাব মোস্তফা জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি-স্ক্যান এর প্রধান উপদেষ্ঠা ডা: শুভাগত চৌধুরী, পরিচালক লেবরেটারি সার্ভিসেস, বারডেম। এছাড়াও উপস্থিত ছিলেন বি-স্ক্যান এর সাধারণ সম্পাদক সালমা মাহবুব। উক্ত সেমিনারে তথ্যপ্রযুক্তিতে প্রতিবন্ধী ব্যক্তির সম্পৃক্তকরণ নিয়ে মূল তথ্য উপস্থাপন করেন বি-স্ক্যান এর যুগ্ন সম্পাদক এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-...

Pages 341234 »
 
Design by Oronno Anam | Bloggerized by Salma Mahbub