রাস্তার পাড়ে কোহিনুরের দোকানটি দেখা যাচ্ছে
গত বছর সেপ্টেম্বরে কোহিনুর বেগমকে নিয়ে প্রথম আলোর ছুটির দিনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, টাইফয়েডে পঙ্গু হয়ে যাওয়া এক অসহায় মা তাঁর দুটি সন্তানকে নিয়ে ভালভাবে বেঁচে থাকার জন্য ভিক্ষা নয়, কাজ চাইছেন। প্রতিবেদনটি আমাদের নজর কাড়লেও আমরা ফান্ডের অভাবে সময়মত তাঁর জন্য কিছু করতে পারি নি। আবার যখন ফান্ড হাতে পেয়েছি তখন তাঁর সন্ধান পাই নি। এভাবে বেশ কিছুদিন চলে যাবার পর ২২ জুলাই, ২০১০ আমরা তাঁর হাতে দশ হাজার টাকা তুলে দিতে সক্ষম হই, গত মাসে সেটি নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়েছে ।কেমন আছেন এখন কোহিনুর? তাঁর সাথে বেশ কয়েকবার কথা হয়েছে আমাদের। তিনি বারবার আমন্ত্রণ জানিয়েছেন তাঁর দোকানটি দেখতে যেতে, আমাদের বি-স্ক্যান এর পক্ষ থেকে নতুন সদস্য ব্লগার ভালবাসার দেয়াল গিয়েছিলেন দেখতে, ফিরে এসে তিনি জানালেন বেশ ভাল আছেন কোহিনুর, সেই সাথে ছবিও তুলে এনেছেন। অনেক ধন্যবাদ প্রথম আলো ব্লগার ভালবাসার দেয়াল ভাইকে। আপনারাও দেখুন নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে সাজানো তাঁর দোকানটি……………………….
নিজের দোকানে বসে আছেন কোহিনুর বেগম।
কোহিনুরের বোন যিনি দোকান চালোনায় তাকে সহায়তা করে থাকেন।
মিষ্টি মেয়েটি কোহিনুরের ভাতিজি,সেও তার চাচীকে সাহায্য করে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment