গুরুত্বপূর্ণ ভবনসমূহে হুইলচেয়ার প্রবেশগম্যতা বৃদ্ধি

  !-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:-2147385341 8192 0 0 1 0;} @font-face {font-family:"Cambria Math"; panose-1:2 4 5 3 5 4 6 3 2 4; mso-font-charset:0; mso-generic-font-family:roman; mso-font-pitch:variable; mso-font-signature:-1610611985 1107304683 0 0 159 0;} @font-face {font-family:Calibri; panose-1:2 15 5 2 2 2 4 3 2 4; mso-font-charset:0; mso-generic-font-family:swiss; mso-font-pitch:variable; mso-font-signature:-1610611985...

বাকচিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহবান

দেশের ৬০ থেকে ৭০ লাখ মানুষ কথা বলতে পারে না বা তারা ভাষাগত সমস্যায় আক্রান্ত। চিকিৎসা দিয়ে তাদের অনেককে সুস্থ করে তোলা সম্ভব। তবে দেশের অনেকেই এ চিকিৎসার গুরুত্ব সম্পর্কে জানেন না বা সচেতন নন। গতকাল পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনকেন্দ্র (সিআরপি) আয়োজিত অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেন। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল বাকপ্রতিবন্ধিতা চিকিৎসায় দেশে কী ধরনের সেবা আছে, তা জানানো এবং এ বিষয়ে মানুষকে সচেতন করে তোলা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও চিকিৎসক অংশ নেন। সিআরপির মিরপুর কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকেরা বলেন, সেরিব্রাল পালসি, অটিজম, কানে কম শোনা, স্ট্রোক করা, ঠোঁট ও তালুকাটা, মানসিক সমস্যা, মাথায় আঘাত পাওয়াসহ বিভিন্ন জটিলতায় স্পিচ ও লেংগুয়েজ থেরাপি বা বাকচিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়। অনুষ্ঠানে সিআরপির স্পিচ অ্যান্ড লেংগুয়েজ থেরাপি বিভাগের...

চলচ্চিত্র 'কাজলের দিনরাত্রি' সংবাদ সম্মেলনে বি-স্ক্যান

একটি সংবাদ সম্মেলনে অংশ নেবার হঠাৎ করেই একটা সুযোগ চলে এলো । সেখানে পৌঁছার আগ পর্যন্ত অবশ্য জানা ছিল না আমাকেও কিছু বলতে হবে সেই অনুষ্ঠানে। আমি তো প্রথমে একটু ঘাবড়েই গিয়েছিলাম, পরে আস্তে আস্তে নিজেকে তৈরী করে নিলাম। মুহাম্মদ জাফর ইকবালের কাহিনী নিয়ে সরকারি অনুদানে চলচিত্র নির্মিত হচ্ছে। ছবির নাম ‘কাজলের দিনরাত্রি’সেই উপলক্ষ্যে ঢাকা রিপোর্টারস ইউনিটিতে এই আয়োজন। অভিনয় করছেন আফজাল ও রোকেয়া প্রাচী এবং শিশু শিল্পীরা। মুলত এটি ছোটদের চলচিত্র। পরিচালক সজল খালেদকে ফেসবুকের মাধ্যমে আগে থেকেই চিনতাম। তিনি বি-স্ক্যানের কাজের ব্যপারে সবসময় আগ্রহী প্রকাশ করে এসেছেন। তাঁর আমন্ত্রণেই সেখানে যাওয়া। এই ছবিটির মাধ্যমে প্রাসঙ্গিকভাবে  প্রতিবন্ধী মানুষ সম্পর্কে কোন একটি ম্যাসেজ তিনি শিশু কিশোরদের কাছে পৌঁছে দেয়ার...

Pages 341234 »
 
Design by Oronno Anam | Bloggerized by Salma Mahbub