গত ৬ এপ্রিল দৈনিক আমারদশে পত্রিকায় দিনাজপুরের ঘোড়াঘাটের প্রতিবন্ধী দুই বোন রিমা ও রিম্পার সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছেন বি-স্ক্যান (বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ এ্যাডভোকেসি নেটওয়ার্ক) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও ঢাকা রোটারী ক্লাব। গত বৃহস্পতিবার বিকালে মিরপুর রোডে মহানগর সার্জিকেল স্টোরে তাদের পিতা ওয়াজেদ আলীর হাতে হুইল চেয়ার তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বি-স্ক্যানের সহযোগী প্রশাসক সালমা মাহবুব, ঢাকা রোটারী ক্লাবের প্রেসিডেন্ট আবরার হোসাইন খান, রোটারীয়ান রাশেদুল আহসান, রোটারীয়ান আতাউর রহমান ও এম কাশেম প্রমুখ।
সুত্রঃ রবিবার, ৯ মে ২০১০, আমারদেশ।
http://www.amardeshonline.com/pages/details/2010/05/09/30934
সুত্রঃ রবিবার, ৯ মে ২০১০, আমারদেশ।
http://www.amardeshonline.com/pages/details/2010/05/09/30934
0 মন্তব্য(সমূহ):
Post a Comment