ওদের একজন মুখ দিয়ে লিখছে, অন্যজন ডান পা দিয়ে। অদম্য এক মানসিক শক্তি নিয়ে ওরা দুজন পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে। ওরা কলকাতার অদূরে হাওড়া জেলার কুলগাছিয়ার শ্রীরামপুর গ্রামের সুভদ্রা ভৌমিক আর উত্তর চবি্বশ পরগনা জেলার বারাসাত ভারপাড়ার নাসিমা খাতুন। অন্যসব স্বাভাবিক শিক্ষার্থীর সঙ্গে পরীক্ষায় বসে এ দুজন দেখিয়ে দিয়েছে তাদের মনের জোর কতটা অপ্রতিরোধ্য।
গত মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আওতায় মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। গোটা রাজ্যে পরীক্ষার্থীর সংখ্যা নয় লাখ ৪৭ হাজার ৪৯৫ জন। গত বছর থেকে এবার পরীক্ষার্থী ৯৪ হাজার বেশি। কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হাওড়ার শ্রীরামপুর কুলগাছিয়া বাঙালপুর জ্যোর্তি গালর্স স্কুলের ছাত্রী সুভদ্রা ভৌমিক। জন্ম থেকেই সুভদ্রার দুটি হাত নেই। ছোট বেলায় অন্যদের লিখতে দেখে তারও ইচ্ছা জাগে লেখাপড়া শেখার। তখন থেকে সে পা দিয়ে লিখতে শুরু করে। এরপর স্কুলে...