যে লক্ষ্যকে সামনে নিয়ে আঁধার সুরঙ্গের মাঝ দিয়ে বি-স্ক্যান এর পথ চলা শুরু হয়েছিল, সেই পথের যাত্রী আজ আমরা একা নই, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বেশ কিছু সমমনা মানুষ যারা আমাদের সহযাত্রী হয়ে প্রেরণা যোগাচ্ছেন প্রতি নিয়ত। যদিও সুরঙ্গের শেষে কোন আলোর দিশা আজও আমরা পাই নি তবু আমরা আশাহত নই, আমাদের এই পথ চলা অব্যাহত থাকবে।
এই চলার পথে আমরা হারিয়েছি আমাদের প্রাণ প্রিয় উপদেষ্টা জনাব মোঃ মাহবুবুল আশরাফ ভাইকে। আমরা তার বিদেহী আত্নার শান্তি কামনা করছি। এ বছর থেকে তাঁর নামে একটি এককালীন বৃত্তি (১০ হাজার টাকা) চালু করেছি আমরা যা প্রতি বছর একজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে দেয়া হবে, এ বছর বৃত্তিটি পেয়েছেন সাভারের শারীরিক প্রতিবন্ধী সাজ্জাদ হোসেন।
আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের উপদেষ্টামন্ডলীকে যারা আমাদের মাথার উপর ছায়া হয়ে আছেন। সেই সাথে সকল বি-স্ক্যান...